স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তারেক রহমানের ৩১ দফা জাতির “ম্যাগনা কার্টা” । এতে নিহিত আছে নতুন ভাবে জাতি গঠনের দিশা ।
তিনি আজ রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা প্রাঙ্গণে ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , সুলতান মহিউদ্দিন , হুমায়ূন কবীর , ইসহাক আলী মাষ্টার ,মনিরুজ্জামান স্বাধীন , সামসুল আলম শামস ,আবু সিদ্দিক মোল্লা , তাজিকুল ইসলাম , মখলেসুর রহমান বক্তব্য রাখেন ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে , জনে জনে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচি পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বলেন , এখন ঘরে বসে থাকার সময় নাই । বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে । তিনি বলেন , একটি দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পরে , কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে । দল যাকেই মনোনয়ন দেবে , তাঁর পক্ষেই সকলকে নির্বাচন করতে হবে । তার আগে পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের দলের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত আক্রমণ না করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান । এমরান সালেহ প্রিন্স বলেন , জনগনের রয়ে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে যাতে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে উঠবে । তিনি জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে বলেন , প্রতিদানে বিএনপি নতুন রাস্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবন ধারনের সুযোগ সৃষ্টি করবে , বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে । প্রান্তিক কৃষকের জন্য “ফার্মার্স কার্ড” , প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে “ ফ্যামিলি কার্ড” , শিক্ষিত বেকারদের জন্য “বেকার ভাতা” , সরকার গঠনের ১৮ মাসের মধ্যে “ এক কোটি নতুন কর্মসংস্থান “, সকলের জন্য চিকিৎসা , বিনা চিকিৎসায় মৃত্যু নয় “ সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব । তিনি নেতা কর্মীদের সকলকে ধানের শীষের পক্ষে সকলকে ঘরে ঘরে , জনে জনে প্রচারণার আহবান জানিয়ে বলেন বেগম খালেদা জিয়া , তারেক রহমানের সালাম দিয়ে দেশ ও জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণকে অবহিত করতে হবে ।
এর আগে এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলার ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা প্রদান করেন এবং বিকেলে একই স্থানে আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মত বিনিময়ের আংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।