তারেক রহমানের ৩১ দফা জাতির “ম্যাগনা কার্টা”–প্রিন্স

তারেক রহমানের ৩১ দফা জাতির “ম্যাগনা কার্টা”–প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তারেক রহমানের ৩১ দফা জাতির “ম্যাগনা কার্টা” । এতে নিহিত আছে নতুন ভাবে জাতি গঠনের দিশা ।

তিনি আজ রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা প্রাঙ্গণে ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , সুলতান মহিউদ্দিন , হুমায়ূন কবীর , ইসহাক আলী মাষ্টার ,মনিরুজ্জামান স্বাধীন , সামসুল আলম শামস ,আবু সিদ্দিক মোল্লা , তাজিকুল ইসলাম , মখলেসুর রহমান বক্তব্য রাখেন ।

সম্মেলনে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে , জনে জনে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচি পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বলেন , এখন ঘরে বসে থাকার সময় নাই । বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে । তিনি বলেন , একটি দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পরে , কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে । দল যাকেই মনোনয়ন দেবে , তাঁর পক্ষেই সকলকে নির্বাচন করতে হবে । তার আগে পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের দলের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত আক্রমণ না করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান । এমরান সালেহ প্রিন্স বলেন , জনগনের রয়ে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে যাতে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে উঠবে । তিনি জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে বলেন , প্রতিদানে বিএনপি নতুন রাস্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবন ধারনের সুযোগ সৃষ্টি করবে , বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে । প্রান্তিক কৃষকের জন্য “ফার্মার্স কার্ড” , প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে “ ফ্যামিলি কার্ড” , শিক্ষিত বেকারদের জন্য “বেকার ভাতা” , সরকার গঠনের ১৮ মাসের মধ্যে “ এক কোটি নতুন কর্মসংস্থান “, সকলের জন্য চিকিৎসা , বিনা চিকিৎসায় মৃত্যু নয় “ সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব । তিনি নেতা কর্মীদের সকলকে ধানের শীষের পক্ষে সকলকে ঘরে ঘরে , জনে জনে প্রচারণার আহবান জানিয়ে বলেন বেগম খালেদা জিয়া , তারেক রহমানের সালাম দিয়ে দেশ ও জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণকে অবহিত করতে হবে ।

এর আগে এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলার ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা প্রদান করেন এবং বিকেলে একই স্থানে আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মত বিনিময়ের আংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *