ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর উত্তর পাড়া জাহেদের ঘাট এলাকায় পাগারিয়া নদীর উপর বাঁশের তৈরি সাকু থেকে পড়ে দুখুনি (৮) নামের এক তৃতীয় শ্রেণির ছাত্রী মারা গেছে। নিহত দুখুনির পিতা আব্দুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে দুখুনি সাকু পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে আফজাল হোসেন (১০) নামের আরেক স্কুলছাত্র সাকু থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গুরুতর আহত হয়। আহত আফজালের পিতা দুলাল মিয়া।
এলাকাবাসী জানিয়েছেন, কাকচর উত্তর পাড়া ও পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষ এই সাকু দিয়ে প্রতিদিন নদী পার হয়ে কাঠাল ইউনিয়নে যাতায়াত করে। এখানকার কৃষক ও ব্যবসায়ীরা মালামাল নিয়ে মিলন বাজার ও কালির বাজারে যান। তবে ঝুঁকিপূর্ণ সাকুর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন (পিতা আব্দুল বারেক)মোঃ শাকিল মিয়া (পিতা হাবিবুর রহমান) এবং আব্দুস সাত্তার (পিতা সেকান্দার আলী) বলেন, আমরা প্রতিদিন এই সাকু দিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে থাকে। এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকার শত শত মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পাগারিয়া নদীর উপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে।