বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি-প্রিন্স

বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী দিনে বিএনপি যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি।

আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হালুয়াঘাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ যুব সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।”

তিনি যুব সমাজের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক , যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ বক্তব্য রাখেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *