ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড ও কারাদণ্ড

ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড ও কারাদণ্ড

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে-নাতে ধরা পড়েন ওই এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হৃদয় আহমেদ (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে ত্রিশাল উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *