নান্দাইলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নান্দাইলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ট্রেনের ধাক্কায় আব্দুল হামিদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ – ভৈরব রেলপথে চট্টগ্রামমুখী লাইনে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ফরিদাকান্দা এলাকায় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ঝায়েরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিনের পুত্র।
রেললাইনে কর্মরত রেল শ্রমিক প্রত‌্যক্ষদর্শী মোস্তফা কামাল জানান, একজন বৃদ্ধ ছাতা হাতে লাইন ধরে হাঁটছিলেন। হঠাৎ চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় নিহতের ব্যাগ তল্লাশি করে একটি ফোন নম্বর পাওয়া যায় । তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।’

নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার বলেন, ‘নিহতের পরিচয় শনাক্ত করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কিশোরগঞ্জ জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *