ত্রিশালে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

ত্রিশালে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম ত্রিশাল (ময়মনসিংহ) থেকে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধানখেতে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে ভুক্তভোগী নিজেই ত্রিশাল থানায় মামলা করেন।

অভিযুক্ত আকমল হোসেন (৩৮) উপজেলার এক গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কোম্পানির কর্মচারী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন ওই গৃহবধূ। টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে নিয়ে ধানখেতে ধর্ষণ করেন আকমল। গৃহবধূর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরিবারের অভিযোগ, সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল আকমল। ঘটনার দিন মেয়ের ওড়না গায়ে দেওয়ায় দূর থেকে দেখে আকমল মেয়েটি মনে করে ভুলবশত মাকেই তুলে নিয়ে ধর্ষণ করে। ভয়ভীতি ও হুমকির কারণে পরিবারটি কয়েকদিন থানায় যেতে পারেনি।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, স্থানীয়দের কেউ কেউ বলছেন, মেয়েকে ভেবে মাকে তুলে নেওয়া হয়েছিল, তবে এজাহারে তা উল্লেখ নেই।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *