ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে ২০ দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে ২০ দালাল আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার (২৯ অক্টোবর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাসপাতাল প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালের আশপাশে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে আসা সাধারণ ও গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নামমাত্র ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের প্রতারণার শিকার হতেন।পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত দালাল চক্রের সক্রিয় সদস্যরা হচ্ছেন চরপাড়ার মোঃ মাসুদুল করিম (৪৮), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), আঃ রাজ্জাক (৬২), আজাহার (৪৮), মোঃ আলামিন (২৫),তুষার আহম্মেদ (২৭), কিসমত গ্রামের, ছামির (২৩), বেলতলীর রুবেল (৫৫), ছিপান গ্রামের শামীম (২৭), বালিপাড়ার আশরাফুল (২৩), ঈশ্বরগঞ্জ, সরিষা গ্রামের হারিদুল ইসলাম (৪২), নতুন বাজারের বিজয় (৫০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪৫),গৌরীপুরের ইদ্রিস আলী (৪০), মুক্তাগাছার শহিদুল ইসলাম (৩০), শেরপুর জেলার চঞ্চল (৩৩), সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ (বিশ) দিন বিনাশ্রম কারাদন্ড ও ১৪ (চৌদ্দ) দিন বিনাশ্রম কারাদন্ড এবং ফুলবাড়ীয়ারন মোঃ আলামিন (৪৫)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *