ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ভালুকায় ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গণজাগরন মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

সুত্র জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরন মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরন মঞ্চের দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদির মোল্লা, মতিউর রহমান নিজমী,আলী আহসান মোজাহিদ, বিএনপি নেতা সাকা চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে জ্বালাময়ি বক্তব্য দেন।

দুপুর আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানতে পেয়ে থানায় এসে শনাক্ত করে। পরে মডেল থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াত আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু জানান, আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইবুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোষরকে পুলিশ গ্রেফতার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা মামলার আসামী গণজাগরন মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনায়েতুর রহমান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *