তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে- সচিব জাহেদা পারভীন

তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে- সচিব জাহেদা পারভীন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে অভিহিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভীন। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর জনগণের সে অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সে দায়িত্বের বাহক হিসেবে সরকারি দপ্তর ও কর্মকর্তাগণ জনগণকে তার কাঙ্ক্ষিত তথ্য প্রদানে সহায়তা করবে। জনগণ কি তথ্য পাবে, কি পদ্ধতির মধ্য দিয়ে পাবে, তথ্য অধিকার আইনে তার ব্যাখ্যা রয়েছে।

তিনি আরো বলেন, স্পর্শকাতর তথ্য প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে সে বিষয়টিও সঠিক পদ্ধতির মধ্য দিয়ে নাগরিককে জানাতে হবে। নাগরিক যদি সঠিক পদ্ধতিতে সঠিক তথ্য প্রাপ্ত হয়, তবে রাষ্ট্রীয়, সামাজিক, ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে তা সহায়ক ভূমিকা পালন করবে। বলা হয়, ‘তথ্যই শক্তি’; আর সে শক্তির কার্যকারিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনস্বীকার্য।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ এর পটভূমি ও উদ্দেশ্য, বাস্তবায়নে করণীয় এবং সরকারি কর্মচারীদের জন্য, বিশেষত তথ্য প্রদান কর্মকর্তাদের জন্য এই আইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের মধ্য দিয়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রকেও এগিয়ে নেয়া সম্ভব বলে উল্লেখ করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোসাঃ সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। এছাড়া, কর্মশালায় বিভাগীয় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *