স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় চোখে টর্চের আলো ফেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিকের মুদির দোকানে সিগারেট কিনতে যান এরশাদ আলী। এসময় তার চোখে টর্চের আলো ফেলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এরশাদ আলী বাড়িতে চলে যান।
শুক্রবার ভোরে এরশাদ আলীকে ফোন করে ডেকে আনেন সাকিব ও তার দল। পরে আবারও কথা-কাটাকাটি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।