স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের সদরে নিখোঁজের তিন দিন পর আশিক (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের এই ঘটনার পর থেকে শাহীন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভাটিঘাগড়া এলাকায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশিক ওই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আশিক নিখোঁজ ছিল। ওই দিন সন্ধ্যায় স্থানীয় যুবক শাহীন (২৫) আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আশিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের ধারণা, ৩০ অক্টোবর রাতে আশিককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করে লাশ পুকুরে ডুবিয়ে রাখে শাহীন ও তার সহযোগীরা।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত শাহীন মাদক সেবন ও চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে, আশিককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করে মরদেহ পুকুরে ডুবিয়ে রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রডের শাবল উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
এনায়েতুর রহমান