টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, থেমে গেছে ধান কাটা

টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, থেমে গেছে ধান কাটা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহে অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান, রবি ফসল ও শাকসবজি। অনেকের ধান কাটা শুরু হলেও এখন তা থেমে আছে।

গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এই অসময়ের বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা আমন ধান, রবি ফসল এবং শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে জমিতে পানি জমে থাকলে ধানের গাছ পচে যেতে পারে এবং সবজির গাছ নষ্ট হয়ে উৎপাদন কমে যাবে। এতে করে কৃষকরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

বৃষ্টির কারণে জমিতে কাজ বন্ধ হয়ে গেছে। অনেকের ধান কাটা শুরু হলেও এখন তা থেমে আছে। বৃষ্টির পানিতে ক্ষেত ভরে যাওয়ায় সবজি গাছ মরে যাচ্ছে।

জেলার সদর উপজেলার বয়রা গ্রামের কৃষক শাম্মত আলী বলেন, নভেম্বরের এই সময়ে এতো বৃষ্টিপাত দেখেনি কখনো। বাড়ির সামনের ১৫ শতক জমিতে সবজির আবাদ করেছি, কয়েকদিনের বৃষ্টিতে সে ফসল ক্ষতির মুখে পড়েছে। গাছগুলো মরে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. এনামুল হক বলেন, জেলার ১৩টি ‍উপজেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এ বছর ৪১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সরিষা আবাদ করা যাচ্ছে না। ২১ হাজার ৬০০ হেক্টর জমিতে শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ইতিমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। বৃষ্টিতে ধান ও সবজির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপম করে সহযোগিতা করা হবে।

এনায়েতুর রহমান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *