ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ময়মনসিংহ-৮ ( ঈশ্বরগঞ্জ) আসন থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নাম ঘোষণা করেছে দলটি।
এদিকে মাজেদ বাবু মনোনয়ন পাওয়ার খবরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি নেতাকর্মীদের নিয়ে ফেসবুক লাইভে এসে বলেন,শুরুতেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আমাদের যে, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আমার নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনয়ন পেয়েছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ ঈশ্বরগঞ্জবাসীর বহু বছরের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই আসনটি দলকে উপহার দিয়ে ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।