স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
য়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার কর্মীরা। এ ঘটনায় আধাঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ ছিল। এদিকে, গতকাল সোমবার রাত থেকে মনোনয়ন বঞ্চিত নেতার কর্মীরা টানা কর্মসুচি পালন করে আসছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গাজিপুর ও রামগোপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, সন্ধ্যার মনোনয়ন বঞ্চিত নেতার কর্মীরা সড়ক অবরোধ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গাজিপুর ও রামগোপুর এলাকা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ট্রেনের সামনে ওঠে পড়েন এবং রেললাইনে শুয়ে ‘টাকা দিয়ে রাজনীতি চলবে না’সহ নানা স্লোগান দেন।
বিএনপির মনোরয়ন ঘোষণার পর সোমবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে ইঞ্জনিয়ার ইকবালের সমর্থকরা নিজ বাড়ির কাছে আনন্দ মিছিল বের করলেও মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল রাত আটটার দিকে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভ করেন তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া হাজারও কর্মীসমর্থকরা। বিক্ষোভকারীরা ঘোষনা দেন আগামি ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দেঅলন গড়ে তোলা হবে।
এবিষয়ে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরন বলেন, বিষয়টি হাইকমান্ডের দৃষ্টিতে আনতে সমর্থকরা বিভিন্ন কর্মসুচি পালন করছে। তারা জনগনের জানমালের ক্ষতি করছে না। সমর্থকরা শান্তিপুর্ণ কর্মসুচি পালন করছে। দল যাদের নাম ঘোষণা করেছে, হাইকমান্ড বলছে তারা সম্ভাব্য প্রার্থী। সমর্থকদের আশা প্রার্থী পরিবর্তন করে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীর নাম ঘোষণা করবেন।
এনায়েতুর রহমান