ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ ছোট বাজার হতে র‍্যালির আয়োজন করা হবে এবং এ দিবস উপলক্ষ্যে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ দিবস উপলক্ষ্যে এলা ১১.০০ টায় তারিখ স্মৃতি আলোচনা সভার অনুষ্ঠান করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।

এ দিন বেলা ১1.০০ ঘটিকায় ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়াও এই দিবস উপলক্ষ্যে বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে এবং শিশুদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে এবং জেলার হাসপাতাল, এতিমখানা, জেলখানা গুলোতে বিশেষ খাবারের আয়োজন ও পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেয়া হবে ।একই সাথে শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।

সভাপতি বক্তব্য বলেন, আসন্ন দিবসগুলো আমাদের বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিবসগুলো যাতে আমরা সঠিক মর্যাদাপূর্ণভাবে পালন করতে পারি এবং সকলেই নিজের দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *