নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগের ভূমি দখল করে মার্কেট নির্মাণ

নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগের ভূমি দখল করে মার্কেট নির্মাণ

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভূমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করার অভিযোগ উঠেছে । এ নিয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বিভাগে অভিযোগ দিয়েছে এলাকার লোকজন। অভিযোগে জানা যায়,উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন মিলে সওজের অধিগ্রহণকৃত জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন।
নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল আঞ্চলিক সড়কে চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় সড়ক নির্মাণের জন্য ২০০৯ সালের দিকে ভূমি অধিগ্রহণ করে সওজ বিভাগ। পরবর্তীতে অধিগ্রহণকৃত ভূমির টাকা যথাযথ ভাবে বুঝিয়ে দেয়া হয় । বুধবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী আতাউরের মোড় বাজারে গিয়ে দেখা যায়- কানুরামপুর -ত্রিশাল সড়কের আতাউরের মোড় বাজার লাগোয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় ১০ কক্ষ বিশিষ্ট মার্কেট নির্মাণ হচ্ছে। বাজারে উপস্থিত লোকজন জানান, বাংলাদেশ আওয়ামী লীগ চর বেতাগৈর ইউনিয়ন শাখার যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন মিলে এখানে মার্কেট নির্মাণ কাজ শুরু করছেন । ৭-৮ জন কর্মচারী মিলে পুরোদমে কাজ করছে।
স্থানীয় বাসিন্দা নায়েব সুবেদার আব্দুল মতিন বলেন- বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে দুই ভাই মিলে সওজের বিশাল জায়গা জুড়ে মার্কেট করে রেখেছে। নতুন করে আবার জায়গা দখল করে মার্কেট হচ্ছে। বর্তমান বাজার মূল্যে প্রায় দুই কোটি টাকার ভূমি দখল করেছে।
জানতে চাইলে মার্কেট নির্মাণকারী হাসিম উদ্দিন বলেন- সওজ রাস্তা নির্মাণে আগে ভূমি অধিগ্রহণ করে টাকা দিয়েছে। সেই জায়গা রেখেই মার্কেট নির্মাণ করছি। অধিগ্রহণকৃত জায়গায় আমি যাইনি। তারপরেও যদি সওজ এসে তদন্ত করে সেটা পরে দেখা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল্লাহ্ আল কবির বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *