স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আলোচিত এরশাদ আলী হত্যা মামলার আসামী মোঃ শাজাহান মিয়া (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়- ধোবাউড়ার পশ্চিম সোহাগীপাড়া গ্রামের নিহত এরশাদ আলী (৩৭) ও আসামী শাজাহান মিয়ার মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। গত ৩১ অক্টোবর সকালে এরশাদ আলীকে আসামী শাজাহান মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সহযোগী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ ইয়াছিন আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১৪ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় র্যাব ৬ নভেম্বর রাতে ঢাকার আশুলিয়ার কুরগাও এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাজাহান মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ধোবাউড়া হস্তান্তর করা হয়েছে।