উন্নত, সমৃদ্ধ ও সম্প্রীতির জনপদ গড়ে তুলতে প্রচেষ্টা চালাবেন-প্রিন্স

উন্নত, সমৃদ্ধ ও সম্প্রীতির জনপদ গড়ে তুলতে প্রচেষ্টা চালাবেন-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

হালুয়াঘাট ইউপি মেম্বারস এসোসিয়েশনের সদস্যবৃন্দ আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন । আজ দুপুরে এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ইউপি সদস্যগণ হলুয়াঘআট ইমেক্স হোটেলে এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে এই সমর্থন জানান ।
এসময় এমরান সালেহ প্রিন্স তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন , জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে হালুয়াঘাটের দুঃখ মোচন করে আলোকিত , উন্নত , সমৃদ্ধ ও সম্প্রীতির জনপদ গড়ে তুলতে প্রচেষ্টা চালাবেন । তিনি বলেন , বিগত সরকারের আমলে স্থানীয় সরকারকে দলীয় আখড়ায় পরিণত করেছিল । বিএনপি স্বাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে ।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির , ইউপি মেম্বারস এসোসিয়েশনের সভাপতি সাইদুল ইসলাম , সাধারণ সম্পাদক জাহাংগীর হোসেন দুলাল প্র্রমুখ বক্তব্য রাখেন ।

চব্বিশের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিহত হালুয়াঘাটের তিন শহীদ পরিবারের সদস্য তথা ৫ আগস্ট গাজীপুরে মওনায় পুলিশের গুলিতে নিহত কাওসার বিজয় ফরাজীর পিতা সায়েদুল ইসলাম ফরাজী , ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে নিহত সেখ সেলিমের এর পিতা কলিম উদ্দিন, মা সখিনা খাতুন , স্ত্রী আসমা খানম ,ছেলে শাওন , ২০ জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে নিহত মনির হোসেন রাসেল পিতা নিজাম উদ্দিন সংসদ নির্বাচনে এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাত করে তাঁর প্রতি সমর্থন জানিয়ে বিএনপির প্রাথমিক সদস্য ফরমে স্বাক্ষর করে বিএনপিতে আনুষ্ঠনিক ভাবে যোগদান করেছেন ।
শহীদদের পিতা ও স্বজনগণ তাদের বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর প্রতি সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন এবং হালুয়াঘাটের জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান । তারা বলেন , বিএনপির নেতৃত্বেই জুলাই এর গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব । তারা দ্রুত তাদের সন্তানদের হত্যার জন্য শেখ হাসিনা ও অন্যান্যদের বিচার দাবি করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ফুলের দিয়ে বিএনপিতে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে জানান ।
অনুষ্ঠানে তিনি আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানানোর জন্য শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন , তাঁদের এই সমর্থন ও সহযোগিতার কথা তিনি (প্রিন্স) চিরদিন মনে রাখবেন এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে তিনি আজীবন নিবেদিতভাবে কাজ করবেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *