যথাসময়ে নির্বাচনের তফসীল ঘোষনা করা না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে -প্রিন্স

যথাসময়ে নির্বাচনের তফসীল ঘোষনা করা না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে -প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে যথাসময়ে তফসীল ঘোষিত না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে । ঐক্যমত্য কমিশন সংস্কারে ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে নির্বাচনের পথে জটিলতা করছে । একটি বিতর্কীত রাজনৈতিক গোষ্ঠীর গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশে অন্তর্বর্তী সরকার সহায়তা করতে পারে না ।
তিনি আজ বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে নির্বাচনী গণ সংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখছিলেন ।
পথ সভায় তিনি বলেন , কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করতে পরে না । সরকার নিজেদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা না রাখলে জনগণ ভিন্ন দাবী তুলতে পারে । তিনি বলেন, যারা এককভাবে নির্বাচন করে ২ টি আসনের বেশী আসন পায় নাই, বা একটি আসনও না পেয়ে জামানত খুইয়েছে , তাদের মতামতকে প্রধান্য দিয়ে চার বার সরকার গঠন করা দলের মতামতকে অবজ্ঞা বা উপেক্ষা করে জনবিক্ষোভের মুখে পড়া সরকারের উচিৎ হবে না । তিনি বলেন , পনেরো বছর নির্বাচনে ভোট দিতে না পেরে জনগণ ফ্যসিবাদী আওয়ামী সরকারের পতন ও পালায়নের পর নিরপেক্ষ নির্বাচনের জন্য আশায় বুক বেঁধেছিল । কিন্তু সরকার সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করেছে । আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গেছে । অর্থনীতি লন্ডভন্ড । নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সরকার ব্যার্থ হয়েছে । কৃষক ধানসহ কৃষিপন্যের দাম না পেয়ে সর্বশান্ত । বিনিয়োগ নাই । ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে । বেকারত্ব বাড়ছে । একমাত্র পথ জণগনের নির্বাচিত রাজনৈতিক সরকার
এমন পরিস্থিতি থেকে উত্তরন ঘটাতে পরে । এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলো। কিন্তু সরকারের চাওয়ার সাথে সমন্বয় করে ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনে বিএনপি রাজি হয়েছে । এখন বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছালে বিএনপি ঘরে বসে থাকবে না । তিনি নির্বাচনের জন্য জনগণকে প্রস্তুত হবার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন , সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে । নিজে থেকে কোনও অবাস্তব বা ঐক্যমত্য হয় নাই এমন সংস্কার চাপিয়ে না দিয়ে জনগণের নির্বাচিত সংসদের ওপর তা ছেড়ে দেয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন । তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন , বিএনপি জনগণের কাছে দেয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে ।
পথ সভার আগে তিনি ঘোষগাঁও বাজারে গণ সংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচী সম্বলিত প্রচার পত্র জনগণের কাছে বিতরণ করেন ।

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস , আবদুল মমিন শাহীন , ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার, সদস্য সচিব আবদুল মতিন, জেল যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি উপস্থিত ছিলেন।
এছাড়াও আজ ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত তিনি হালুয়াঘাটের ধারা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন ।
আজ সকালে ধোবাউড়া ও হালুয়াঘাট ট্রাইবাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানান ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *