১৫ নভেম্বর হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

১৫ নভেম্বর হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

আগামীকাল ১৫ নভেম্বর হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হবে। আজ সকালে হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।ওয়ানগালা উৎসবের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

প্রেস ব্রিফিংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক প্রলয় স্নাল ও আলোকিত হালুয়াঘাট এর চেয়ারম্যান রাব্বি গোলাম কায়সার (আরাফাত) জানান আলোকিত হালুয়াঘাট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই “ হালুয়াঘাট ওয়ানগালা -২০২৫ “ নামে এই উৎসবে গারো সম্প্রদায়ের নবান্নের বিভিন্ন রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শিত হবে।সকাল ১১টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই উৎসব।

এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিংয়ে হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুদিন চিরান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমদ পলাশ, উপস্থিত ছিলেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *