স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন জামায়াতে ইসলামী দেশকে সঙ্কটে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।সংবিধানের অপ ব্যাখ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ , শপথ , নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ানক তৎপরতায় লিপ্ত রয়েছে তারা । একক ভাবে নির্বাচন করে তারা দুইটির বেশী আসন পায় নাই , তারা আবার চার বার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দলের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করতে চায় ।

তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের নশুল্লা বাজারে পথ সভায় বক্তব্য রাখছিলেন ।
এর আগে তিনি নশুল্লা বাজারে গণ সংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা , জন কল্যাণে বিএনপির ভবিষ্যত পতিকল্পনা ও আলোকিত হালুয়াঘাট – ধোবাউড়া গড়ে তুলতে তার নিজের পরিকল্পনা সম্বলিত লিফলেট উপস্থিত জন সাধারণের মাঝে বিতরণ করেন ।
পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যখন ঐক্য আরো মজবুত করা প্রয়োজন , তখন একটির পর একটি নন ইস্যু কে ইস্যু বানাতে জমায়াত সরগোল করে ঐক্যে ফাটল ধরাচ্ছে । পিআর , গণভোট নিয়ে ইস্যু বানাতে ব্যার্থ হয়ে এখন সংবিধানের অপ ব্যাখ্যা দিয়ে নির্বাচন , প্রধান উপদেষ্টাসহ উপদেস্টাদের নিয়োগ , শপথ নিয়ে বিতর্ক তোলার চেষ্টা করছে । কোনো রাখ ঢাক না রেখেই “২৬ সালের জাতীয় নির্বাচনের আইনি কোনো ভিত্তি নেই” বলে তারা স্বঘোষিত নির্বাচন বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে । তাদের সকল ইস্যু যে নির্বাচন বানচালের প্রজেক্ট – এটা আজ দিনের আলোর মতো স্পষ্ট ।
তিনি বলেন , জমায়াত নেতারা ইচ্ছাকৃতভাবে সংবিধানের অপ ব্যাখ্যা দিচ্ছে । সংবিধান বা আইনে কোথাও লেখা নাই যে , সংসদ ভেঙ্গে দেয়ার পর ভেঙ্গে যাওয়া সংসদের মেয়াদে নতুন নির্বাচন হতে পারবে না । বরং স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশে সংসদ ভেঙে দেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ।গণ অভ্যুত্থান পরবর্তী অস্বাভাবিক পরিস্থিতি , অভ্যুত্থানের আকাঙক্ষা অনুযায়ী রাজনৈতিক দল সমুহের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের আমূল সংস্কারের প্রয়োজনে সংসদ ভেঙ্গে দেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন না হলেও ছাবিশের ফেব্রুয়ারীতে নির্বাচন হতে কোনো বাধা নাই । ভেঙ্গে যাওয়া সংসদের মেয়াদ পূর্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না করার কথা বলা অর্বাচিনতা ছাড়া কিছু নয় । জমায়াত যে নির্বাচন বিলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায় , জমায়াত নেতাদের এ ধরণের বক্তব্য তা প্রমাণ করে । তিনি বলেন , নির্বাচন বিরোধী যে কোনো চক্রান্ত পনেরো বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ বরদাশত করবে না । তিনি বলেন , জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার দায়ীত্ব দিতে উন্মুখ হয়ে আছে । বিএনপির বিরুদ্ধে জামায়াতসহ কয়েকটি দল ও বট বাহিনীর অব্যাহত অপ প্রচার সত্ত্বেও বিএনপির পক্ষে গ্রাম শহরে জন জোয়াড় সৃষ্টি হয়েছে । তা দেখে জমাতিদের মাথা খারাপ হয়ে গেছে ।
তিনি জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন , সকল প্রতিকূলতা ভেসে যাবে , ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারীতে প্রথমার্ধে নির্বাচন হবে । তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে জনে জনে যোগাযোগ স্থাপন করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষ এর পক্ষে ভোট প্রার্থনা করার আহবান জানান ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম চেয়ারম্যান আমতৈল ইউনিয়নের বর্তমান শফিকুর রহমান , স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন , কৃষক দলের উপজেলা সভাপতি অনোয়ার হোসেন , উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন ,ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হাই , বিএনপি নেতা আবদুল জব্বার খান , আবুল কালাম , আমিনুল ইসলাম , মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন ।
এছাড়াও রাতে তিনি ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের চাঁন্দের নগর মাদ্রাসায় ইসলামী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন ।