স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন , তাদের কোন জন ভিত্তি নাই । শহীদ জিয়া , বেগম খালেদা জিয়া , তারেক রহমানের ইমেজ ও আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা ভয় পায় , তারাই জিয়া পরিবারের জনপ্রিয়তা নিয়ে আতঙ্কে থাকে । জিয়া পরিবারের অবস্থান জনগণের হৃদয়ের মণিকোঠায় । তাঁদের ছবি দেখিয়ে বিএনপির ভোট সংগ্রহের প্রয়োজন হয় না । নির্বাচন আসলেই জনগণ তাঁদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিএনপিকে নির্বাচিত করে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাটের দর্শা বাজারে গণ সংযোগকালে পথ সভায় আজ নির্বাচন কমিশনে বিএনপির নির্বাচনী প্রচারণায় শহীদ জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে এনসিপির প্রস্তাবে সমালোচনা করে
এসব কথা বলেন ।
পথ সভার আগে তিনি বাজারে গণ সংযোগ করে তারেক রহমানের ৩১ দফা , জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া – হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন ।
পথ সভায় তিনি বলেন বিএনপি আইন মেনেই রাজনীতি করে । নির্বাচনের শিডিউল ঘোষণার পর আইন অনুযায়ী দলীয় প্রধানের ছবি নিয়েই বিএনপি নির্বাচনী প্রচারনায় অংশ নেবে । অতীতেও তা হয়েছে । আওয়ামী লীগ যেমন জিয়া পরিবার ও বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ভয় পেতো , তেমনি নবীন-প্রবীণ অন্য দলও ভয় পায় । হিংসা করে কোনো কিছু অর্জন করা যায় না , নবীন দলকে তা অনুধাবন করার সক্ষমতা অর্জন করতে হবে ।
তিনি জনধাধারণের প্রতি অসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন , নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে এবং ছাত্র, শ্রমিক , কৃষক , যুবক , নারীসহ সকল শ্রেণী পেশার মানূষের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে । বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে । এ জন্য প্রতি ইউনিয়ণে একটি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।খাল খনন করে সেচের ব্যবস্থা নেয়া হবে । প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য , বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার ভাতা , প্রথম ১৮ মাসে এককোটি কর্ম সংস্থানের সৃষ্টি করবে ।
কৈইচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন , উপজেলা বিএনপির নেতা মোরশেদ আলম , জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক বক্তব্য রাখেন ।
মতিউল আলম