এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সাড়ে ৭ শতংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে।এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি জারি করা হয়েছে। এতে সাড়ে ৭ শতংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়িভ ভাড়া পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা পাবেন। এরপর ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দমমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে।

চিঠিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: পরবর্তী বেতনস্কেলে সুবিধা সমন্বয় করতে হবে। নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দিতে করা হবে না। ভাতা দিতে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ব্যয়ে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *