মহাসড়কে গরু বাজার জনজট আর যানজটে ভোগান্তি বাড়ছে দুর্ঘটনা

মহাসড়কে গরু বাজার জনজট আর যানজটে ভোগান্তি বাড়ছে দুর্ঘটনা

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়ক এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের বড় একটি অংশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে মুসুল্লী ইউনিয়নের মেরেঙ্গা গরুর বাজার, চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্ৰাম চৌরাস্তা গরুর বাজার এবং একই ইউনিয়নের বাশাটি গরুর বাজার।এসব বাজারের কারণে প্রতিনিয়ত যানজট, ভোগান্তি আর দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজারের কারণে গুরুত্বপূর্ণ ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান, যত্রতত্র পার্কিং এবং হাট-বাজার কর্তৃপক্ষের অব্যবস্থপনার কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ, সড়কে ঝরছে তাজা প্রাণ।

বারুইগ্ৰাম চৌরাস্তা বাজারের নিজস্ব কোন জায়গা নেই । সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মহাসড়কের উপরই গরুর বাজার বসিয়েছে।বারুইগ্ৰাম চৌরাস্তা বাজারের ইজারা ডাক নিয়েও আছে ধুম্রজাল। জনশ্রুতি আছে সর্বোচ্চ ডাককারীকে ইজারার দায়িত্ব না দিয়ে কৌশলে সর্বনিম্ন ডাককারীকে ইজারার দায়িত্ব দেয়া হয়েছে।জনবহুল এলাকাগুলোতে সড়কের পাশ ঘেঁষে কিংবা সরাসরি সড়কের ওপরই গড়ে উঠেছে কাঁচাবাজার, ফলের দোকান এমনকি রকমারি পণ্যের পসরা। এসব বাজারের কারণে সড়কের মূল অংশ সংকুচিত হয়ে আসছে। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা, যত্রতত্র গাড়ি পার্কিং এবং পথচারীদের অসতর্ক চলাচল দুর্ঘটনার কারণ হচ্ছে। বিশেষ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে যখন হাট বসে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে জরুরি সেবার যানবাহনও আটকা পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী, সবাই চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
এই মহাসড়কে নিয়মিত চলাচলকারী বাস ও সিএনজি ‘র কয়েকজন চালকরা বলেন, সড়কের ওপর বাজার বসার কারণে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে। হঠাৎ করেই সামনে মানুষ চলে আসে, সড়কের ওপর যাতে কোনোভাবেই বাজার বসতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনাসহ গরুর বাজার উচ্ছেদের আদেশ জারি করা হলেও তা অজ্ঞাত কারণে বাস্তবায়ন করা হচ্ছে না।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, মহাসড়কের উপর যত্রতত্র হাট-বাজার বসানো এবং গাড়ি পার্কিংয়ের ফলে নানা ধরনের প্রতিবন্ধকতা ও ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটছে। মহাসড়ক আইনে এসব বাজার বা স্থাপনা সম্পূর্ণ অবৈধ। এসব বাজারের কারণে নিরাপদ মহাসড়ক গড়ার উদ্যোগ সফল হচ্ছে না। সড়ক ও জনপথের জায়গা থেকে বাজার উচ্ছেদের কাজ উপজেলা প্রশাসনের নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *