মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী হযরত মাওলানা শামসুল ইসলাম রাহমানীর তোরণে কালি লেপন করেছে দুর্বৃত্তরা। ২৪ নভেম্বর সোমবার রাতে উপজেলা সদরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ২৫ নভেম্বর মঙ্গলবার খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় মাওলানা মুমিনুল হকের আগমন উপলক্ষে উপজেলা সদরে তোরণ নির্মাণ করা হয়েছিল। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ঘটনা উদঘাটনে পুলিশ অনুসন্ধান করছে।