স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনের তারেক রহমান মাষ্টার প্ল্যান প্রণয়ণ করছেন । গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে । বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে ।
তিনি আজ সকালে এগ্রিকালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং ভ্যাটিরিনারী ডক্টরসএসোসিয়েশন অব বাংলাদেশ – ভ্যাব ময়মনসিংহ জেলা আয়োজিত ধোবাউড়া উপজেলার ক্ষুদ্র কৃষক ও খামারীদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাক্সিনেশন ও ওষুধ ,মাছের পোনা এবং ধানের বীজ বিতরণকালে এসব কথা বলেন ।
এছাড়াও তিনি আজ বিকেলে গামারীতলা ইউনিয়নের ঠেলঠেলি বাজারে ৯ ও কলসিন্দুর বাজারে ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি অশ্রুসিক্ত নয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন ।
বক্তায় তিনি বলেন, “আওয়ামী লীগ দুর্নীতি – লুটপাটে এবং গণতন্ত্র ও জন অধিকার হরনের মাধ্যমে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছিল । জনগণের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ গণ বিক্ষোভ থেকে গণঅভ্যুত্থানে পরিনত হয়ে ফ্যসিবাদের পতন হয়েছে । এখন সুযোগ এসেছে
মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের । এ জন্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে—বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের।”

তিনি আরও বলেন, “বিগত শাসনামলের দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের কারণে গ্রামীণ জনপদগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যায়বিচার, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির যে অধিকার গ্রামের মানুষ পাওয়ার কথা ছিল, তা থেকে তারা বঞ্চিত হয়েছে।”
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন , “বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে নিচ থেকে উপর দিকে—কোনো নেতা বা গোষ্ঠীর জন্য নয়, জনগণের জন্য। হালুয়াঘাটের প্রতিটি গ্রামকে স্বনির্ভর, কর্মসংস্থানমুখী ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
“আমি নির্বাচিত হলে জনগণই নির্বাচিত হবেন। ক্ষমতার চাবিকাঠি থাকবে আপনাদের হাতেই । শহীদ জিয়ার মতো আমিও বিশ্বাস করি জনগণই এ সকল ক্ষমতার উৎস। আপনারাই দেশের মালিক। আপনারাই হবেন আমার কাজের পরিকল্পনাকারী, আপনারাই হবেন প্রতিটি উন্নয়ন কার্যক্রমের তদারক ও বাস্তবায়নকারী। অবাক বিস্ময়ে বাংলাদেশ দেখবে গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত জনপদের উত্থান , পরিবর্তন , সাফল্য এবং স্বনির্ভরতার পথচলা। কোন শক্তি নাই , যারা আমাদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখবে ।”
তিনি তার বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসুচির কোথা উল্লেখ করে বলেন , আসন্ন নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হয়ে প্রান্তিক কৃষককে আর্থিক ও পরিবাররের খাদ্য প্রণোদনা , বেকার ভাতা ও কর্মসংস্থান , সকলের জন্য স্বাস্থ্য সেবা – বিনা চিকিৎসায় করো মৃত্যু নয় নীতির আলোকে বিনামূল্যে মান সম্পন্ন চিকিৎসা এবং কৃষি – মৎস্য – পোল্ট্রি – গবাদীপ্রাণী বীমা চালু করা হবে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ণ , গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে । বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে ।
এ্যাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারএর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন পারভেজ। বক্তব্য রাখেন বিনার বোর্ড সদস্য এ কে এম আনিসুজ্জামস্ন , ময়মনসিংহ জেলা এ্যাব এর সভাপতি কৃষিবিদ মনিরউদ্দিন আহমেদ , সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.মোহাম্মদ সাদেকুজ্জামান , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক ।
ওয়ার্ড সম্মেলনসমূহে গামারীতলা ইউনিয়নবিএনপির আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার , বিএনপি নেতা নজর উদ্দিন নজর ,রুহুল আমিন,আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।