স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান” ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। আজ ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সেখানে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ অফিসের বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

পুলিশ অফিস পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার সকাল পৌণে ১১টায় পুলিশ লাইন্স পরিদর্শন করেন। সেখানে প্রথমে অস্ত্রাগারে তাঁকে “গার্ড অব অনার” প্রদান করা হয়। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্স এর সাথে পরিচিত হন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন