স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
“নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৪র্থ পযার্য়ের ১৬ তম ব্যাচ) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৬ ডিসেম্বর ২০২৫ (শনিবার) ময়মনসিংহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৪র্থ পর্যায়ের ১৬ তম ব্যাচ) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, (পুলিশ সুপার), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, রাশিদা বেগম, পিপিএম, ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।