ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে কাভার ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছে। নিহতের নাম নান্নু মিয়া। সে ত্রিশাল উপজেলার খাগাটি এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ত্রিশাল থানা পুরিশ সূত্রে জানাযায়, শনিবার দিবাগত রাত অনুমান আড়াইটা হতে রাত ৩ টার মধ্যে ত্রিশাল থানাধীন গুজিয়াম সাকিনস্থ ড্রেসডেন টেক্সাটাইল লিমিটেডেটের ভিতরে কোম্পানির কাপড় পড়া কোম্পানির ভিতরের রাস্তায় শুয়ে থাকা অবস্থায় রাকিব নামক কোম্পানির কভার ভ্যানের ড্রাইভার কভার ভ্যান চালিয়ে যাওয়ার সময় গুরুতর আহত হয় নান্নু মিয়া। কোম্পানির লোকজন টের পেয়ে তাহাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম তাকে মৃত ঘোষণা করেন ভিকটিমের লাশ বর্তমানে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।