গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে হালুয়াঘাটে বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রিন্স

গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে হালুয়াঘাটে বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভা আজ বিকেলে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাত করা হয় ।

সভায় আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নির্বাচনী কর্মসূচি চূড়ান্তকরণ ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হালুয়াঘাটের প্রতিটি ইউনিয়নে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হবে। এসব সভায় তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোসহ নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূলের প্রতিটি নেতা–কর্মী আগামী নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করবেন। জনগণ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ইউনিয়নভিত্তিক কর্মীসভাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করা হবে। তৃণমূলের মতামত শুনে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। দমন–পীড়ন বা বাধা দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক , সদস্য ও ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *