স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ছিটকে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। স্থানীয়রা চলাচল করে এমন একটি অবৈধ ও অরক্ষিত রেলক্রসিং দিয়ে অসতর্কভাবে ইটভর্তি একটি ট্রাক্টর পার হচ্ছিল। ঠিক সেই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে- দুর্ঘটনার মুহূর্তে চালক ট্রাক্টরটি রেলক্রসিংয়ে রেখে পালিয়ে যায়। এতে ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ছিটকে পড়লেও কেউ আহত হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আধাঘণ্টা বন্ধ থাকলেও বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।