ময়মনসিংহ নগরীর চরপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ৩

ময়মনসিংহ নগরীর চরপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ৩

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের চরপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জেরে কুপিয়ে আহত করা রিগ্যান (৩২) এর মারা গেছেন। টানা ৪দিন মৃত্যুর পাঞ্জা লড়ে গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে শহরের চরপাড়ার কপিক্ষেত এলাকার মাঠে দুর্বৃত্তরা রিগ্যানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্নের পাশাপাশি গলায়ও গুরুতর আঘাত ছিল। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।
রিগ্যানের মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে এলাকার মাদকের বিরুদ্ধে কথা বলত। মাদক ব্যবসায়ীরাই ওকে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও আমার ছেলেকে অনেকবার হুমকি দেওয়া হয়েছিল।এদিকে ঘটনার পর মামলা দায়ের হলে অভিযান চালিয়ে স্থানীয় তিন যুবককে গ্রেফতার করে ডিবি। তারা হলেন, রুস্তুমের ছেলে রিজভী, হেকিমের ছেলে সেলিম, কামরুলের ছেলে দিগন্ত। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক হত্যাকান্ডে যুক্ত ছিল। এদের মধ্যে দুইজনকে টাঙ্গাইলের সখীপুর সীমান্তসংলগ্ন এলাকা থেকে এবং অপর একজনকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) উত্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত বাকি ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *