ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলা, ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলা, ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সম্প্রতি ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির মন্তব্য করেন রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। বাদীর অভিযোগ, তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশই মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসীরা নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। অন্যদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করেন। বাদীর যুক্তি, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উক্তি সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাতের শামিল এবং তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস। আবেদনে শিশির মনিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানিয়েছেন বাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *