বিএমটিভি নিউজ ডেস্কঃ
সরকার শিক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে। রোববার মাউশির ওয়েবসাইটে আপলোড করা ঘোষিত নীতিমালায় বলা হয়েছে কোন শিক্ষক সাংবাদিকতা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।শিক্ষা সচিব রেহানা পারভিন স্বাক্ষরিত জারীকৃত নীতিমালার ১১.১৭ (ক) ধারায় উল্লেখ করা হয়েছে এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সাথে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তাঁর এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।একই অনুচ্ছেদের (খ) ধারায় বলা হয়েছে আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন/ভাতা/সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান/সংস্থায়/বিশেষায়িত প্রতিষ্ঠান/সাংবাদিকতা/আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন/ভাতা/সম্মানী কে বুঝাবে।
এই প্রজ্ঞাপন জারীর পর বিশিষ্ট জনেরা বলছেন, ঝিনাইদহের যে সব শিক্ষকরা সাংবাদিকতা করছেন তারা আর গণমাধ্যমকর্মী হিসেবে দাবি করতে পারবেন না। সাংবাদিকতা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।