ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৯৭১ সালের ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। দিনটি স্মরণে আজ ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘ত্রিশাল মুক্ত দিবস’।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর গভীর রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওধার হয়ে সুতিয়া নদী পাড়ি দিয়ে ত্রিশাল থানায় আকস্মিক আক্রমণ চালান। দীর্ঘসময় গুলি বিনিময়ের পর ভোরে রাজাকার বাহিনী আত্মসমর্পণ করে, যদিও কয়েকজন রাজাকার পালিয়ে যায়।
মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী ৯ ডিসেম্বর সকালে নজরুল একাডেমী মাঠে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ অভিযানে মুক্তিবাহিনী ১০ জন রাজাকারকে আটক করতে সক্ষম হয়। তবে আনন্দ-উল্লাসের মধ্যেই নিজের বুলেট বিদ্ধ হয়ে ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন শহীদ হন।
বিজয়ের মাসের এ দিনটি স্মরণে প্রতি বছর ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস পালন হয়ে আসছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।