খবর প্রেস বিজ্ঞপ্তির
মসাসের সাধারণ সভায় লেখক কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ৫ই ডিসেম্বর, শুক্রবার ময়মনসিংহ সাহিত্য সংসদে লেখক কবিদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়েছে। প্রথম পর্বে সাহিত্য সংসদ আঙিনায় সকাল মাড়ে ১০ টায় ময়মনসিংহ সাহিত্য সাহিত্য সংসদের নিয়মিত আসর বীক্ষণ অনুষ্ঠিত হয়। সাহিত্য সংগঠন চর্চা এই সময়ে বিষয় উপজীব্য করে মুক্ত আলোচনায় লেখক সাহিত্যিকরা সকলেই কথা বলেন। তাদের কথায় সাহিত্য ও সাংগঠনিক নানা বিষয় উঠে আসে।
দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় টিচার্স ট্রেনিং কলেজ ( পুরুষ) মিলনায়তনে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারের পর সাহিত্য সংসদের সদস্যরা আগামীতে সংগঠন কিভাবে সঠিকভাবে চলতে পারে, তা নিয়ে বিস্তারিত কথা বলেন। তারপর সকল সদস্যের সম্মতিতে আহবায়ক কমিটির বিলুপ্তি শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কমিটির নির্বাচিতগণ হলেন সভাপতি কবি আশরাফ মীর, সাধারণ সম্পাদক কবি মোস্তফা তারেক। এছাড়াও সহ – সভাপতি কবি শামসুল ফয়েজ, সহ- সভাপতি কবি জেবুন্নেসা রিনা, সহ – সভাপতি কবি সরকার আজিজ, সহ – সভাপতি কথাশিল্পী সালাহ উদ্দিন পাঠান, সহ- সাধারণ সম্পাদক কবি সাঈদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি আরাফাত রিলকে, কোষাধ্যক্ষ কবি শরীফা সুলতানা, দপ্তর সম্পাদক আহমেদ শাহাবুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাসুমা টফি একা, শিল্প সম্পাদক কবি সবুজ রহমান, কার্যনির্বাহী সদস্য কবি ইয়াজদানী কোরায়শী, মুক্তিযোদ্ধা বিমল পাল, গবেষক আলী আহমদ খান আইয়োব, কবি আমজাদ দোলন, কবি অহিদ রহমান, কবি এহসান হাবীব, কথাশিল্পী শাখাওয়াত বকুল। এই কমিটি ২০২৫ – ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।