ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রিশালের অলহরী থেকে জয়দা পর্যন্ত সড়কটির ব্যাপক বেহাল দশা এখন জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। রাস্তা নয় যেন কর্দমাক্ত ফসলি জমি— এমন পরিস্থিতিতে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণকে পড়তে হচ্ছে মারাত্মক দুর্ভোগে।
জয়দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ ও মুঞ্জুরুল করিম জানান, দীর্ঘদিন ধরে রাস্তার এই করুণ অবস্থা চললেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থীসহ রোগী পরিবহনেও নানান সমস্যা তৈরি হচ্ছে।
এলাকাবাসী মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড, বলেন বর্ষা তো দূরের কথা, শুষ্ক মৌসুমেও এই রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টসাধ্য। প্রশাসন দ্রুত সংস্কারের ব্যবস্থা নিক এটাই আমাদের দাবী।

জয়দা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছায়েদা আফরিন জানায় প্রতিদিন স্কুলে যেতে কাদা-পানি পার হয়ে যেতে হয়। ভীষণ কষ্ট হয়, কখনো কখনো পড়ে যাওয়ার ভয়ও থাকে।
মোঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, এবং এলাকাবাসী নুরুল আলম রানা ও খালেকুজ্জামান মাসুদ বলেন অলহরী ঘাট হয়ে জয়দা থেকে মঠবাড়ি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি সীমাহীন।
পরিস্থিতির উত্তরণে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রত সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ কামনা করেন।