স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গতকাল ১০ ডিসেম্বর (বুধবার) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জগণ উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং থানা প্রাঙ্গণে পুলিশের চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ এবং সংশ্লিষ্ট থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।###