ময়মনসিংহে ১২দিনব্যাপী বিভাগীয় বই মেলার উদ্বোধন

ময়মনসিংহে ১২দিনব্যাপী বিভাগীয় বই মেলার উদ্বোধন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গতকাল ১২ই ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ৯দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উদ্বোধন করেছেন।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাম্মেল ইসলাম ও শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থ আয়োজিত মেলায় ১০ সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকাল ৩ টা হতে ৫ টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০ টা হতে মেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *