হালুয়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া অনুষ্ঠিত

হালুয়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া অনুষ্ঠিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার হালুয়াঘাটে ব্যতিক্রমধর্মী গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।বিএনপির যুগ্ম মহাসচিব , ময়মনসিংহ – ১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আহবানে আজ বিকেলে হালুয়াঘাট সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী সহ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী. দল মত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা, পেশাজীবি, ব্যবসায়ী, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক , নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়ায় আল্লাহ রাব্বুল আলআমীনের দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় ।
গণ দোয়া অনুষ্ঠানে বিএনপি প্রার্থী , দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স , জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা , এনসিপির প্রার্থী আবু রায়হান , বাসদের প্রার্থী আব্দুর রজ্জাক , খেলাফত মজলিসের প্রার্থী মওলানা তাজুল ইসলাম , হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার , উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , জমিয়া মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম নূর হোসাইন , হলুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষে শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী বক্তব্য রাখেন । কাজের ব্যস্ততায় ঢাকায় অবস্থান করায় খেলাফত মজলিসের প্রার্থী রফিকুল ইসলাম , এলডিপির প্রার্থী ফারজানা ব্রাউনিয়া রশীদ এমরান সালেহ প্রিন্সকে ফোন করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন ।

উপজেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা জোবায়ের আহমেদ দোয়া পরিচালনা করেন ।
দোয়ার আগে বিএনপির যুগ্ন মহাসচিব অস্রুসিক্ত নয়নে সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলকে তাদের মুনাজাত ও প্রার্থনায় বেগম খালেদা জিয়াকে রাখার আহবান জানিয়ে বলেন , তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন , তিনি আমাদের জাতিয় ঐক্যের প্রতীক , একজন মহিয়সী নারী । দীর্ঘ পথ পরিক্রমায় বেগম জিয়া আজ অনন্য উচ্চতায় আসীন হয়েছেন । দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়াকে আজ অত্যন্ত প্রয়োজন ।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপি, হালুয়াঘাট পেশাজীবি পরিষদ , ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় , জিয়া পরিষদ ও কৃষিবিদদের পক্ষ থেকে তিন সহশ্রাধীক দুঃস্থ মানূষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *