স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার হালুয়াঘাটে ব্যতিক্রমধর্মী গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।বিএনপির যুগ্ম মহাসচিব , ময়মনসিংহ – ১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আহবানে আজ বিকেলে হালুয়াঘাট সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী সহ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী. দল মত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা, পেশাজীবি, ব্যবসায়ী, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক , নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়ায় আল্লাহ রাব্বুল আলআমীনের দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় ।
গণ দোয়া অনুষ্ঠানে বিএনপি প্রার্থী , দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স , জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা , এনসিপির প্রার্থী আবু রায়হান , বাসদের প্রার্থী আব্দুর রজ্জাক , খেলাফত মজলিসের প্রার্থী মওলানা তাজুল ইসলাম , হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার , উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , জমিয়া মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম নূর হোসাইন , হলুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষে শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী বক্তব্য রাখেন । কাজের ব্যস্ততায় ঢাকায় অবস্থান করায় খেলাফত মজলিসের প্রার্থী রফিকুল ইসলাম , এলডিপির প্রার্থী ফারজানা ব্রাউনিয়া রশীদ এমরান সালেহ প্রিন্সকে ফোন করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন ।
উপজেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা জোবায়ের আহমেদ দোয়া পরিচালনা করেন ।
দোয়ার আগে বিএনপির যুগ্ন মহাসচিব অস্রুসিক্ত নয়নে সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলকে তাদের মুনাজাত ও প্রার্থনায় বেগম খালেদা জিয়াকে রাখার আহবান জানিয়ে বলেন , তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন , তিনি আমাদের জাতিয় ঐক্যের প্রতীক , একজন মহিয়সী নারী । দীর্ঘ পথ পরিক্রমায় বেগম জিয়া আজ অনন্য উচ্চতায় আসীন হয়েছেন । দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়াকে আজ অত্যন্ত প্রয়োজন ।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপি, হালুয়াঘাট পেশাজীবি পরিষদ , ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় , জিয়া পরিষদ ও কৃষিবিদদের পক্ষ থেকে তিন সহশ্রাধীক দুঃস্থ মানূষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।