হাদি ও এরশাদ উল্ল্যাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ 

হাদি ও এরশাদ উল্ল্যাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ 

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলি করে হত্যা চেষ্টা এবং চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ কে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী কণ্ঠকে দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদি এবং এরশাদ উল্ল্যাহর উপর হামলা তারই একটি অংশ। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা আল-আমিন, সোহাগ সওদাগর, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন-অর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *