স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ” আজ মানুষ ন্যায়বিচার চায়।দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়।যে দেশে ভোটাধিকার থাকবে, যেখানে ভিন্নমত অপরাধ নয়—সেই বাংলাদেশ ফিরে পেতে চায়।
“বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতার মতোই তারেক রহমান এবার স্বদেশ প্রত্যাবর্তন করছেন পরিবর্তন, বিদ্রোহ ও সংস্কারের পতাকা হাতে নিয়ে।”
তিনি আজ বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেলের সমর্থক যুব দলের নেতাকর্মীরা— উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে হালুয়াঘাটের ১২ ইউনিয়ন থেকে প্রায় ছয় শতাধিক যুবদল নেতা-কর্মী—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্সের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে এই মতবিনিময় সভায় যোগ দেন ।
নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, “আমরা তারেক রহমানের সিদ্ধান্তে আস্থা রাখি। তাই এমরান সালেহ প্রিন্সকে সমর্থন করছি। আমরা বিএনপির কর্মী—কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মী নই।”
তারা সালমান ওমর রুবেলের প্রতিও দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং এমরান সালেহ প্রিন্সকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার অনুরোধ করেন।
হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় এমরান প্রিন্স বলেন , “ ২৫ ডিসেম্বর এক বিদ্রোহী চেতনার, এক পরিবর্তনের প্রতিশ্রুতির, এক সংস্কারের দূতের প্রত্যাবর্তন ঘটছে ।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন—অন্যায়ের অন্ধকার ভেদ করে,দুর্নীতি-স্বৈরাচারের শৃঙ্খল ছিন্ন করে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে।”
তিনি বলেন , “বাংলার রাজনীতির ইতিহাসে যত ত্যাগ, সাহস আর নেতৃত্বের নাম উচ্চারণ করা হয়—
তার শিকড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য বীরত্ব,আর গণতন্ত্রের জন্য আজীবন আপোষহীন সংগ্রামী বেগম খালেদা জিয়ার অবিচল মনোবল। এই দুই মহান নেতার গুণ, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা ধারন করেই গড়ে উঠেছেন তারেক রহমান—আর তাই তিনি আজ কোটি মানুষের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক। “
”
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , তারেক রহমান ফিরছেন—গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটাতে, যুবকদের হাতে স্বপ্ন ফেরাতে,কর্মসংস্থান সৃষ্টি করতে , বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে,একটি আধুনিক, মানবিক , সাম্য , বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে।
তিনি সকলকে এই পরিবর্তনের যাত্রায় অংশীদার হবার আহবান জানিয়ে বলেন “গণ অভ্যুত্থান পরবর্তী পথ যাত্রায় জন আকাঙক্ষা ধারণ করে অমরা নতুন রাস্ট্র কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছি । এই যাত্রায় সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাচ্ছে । এই দুয়ার দিয়ে বেরিয়ে আসা নতুন সুর্যের আলোচ্ছটায় আলোকিত হবে প্রিয় মাতৃভূমি । “
তিনি বলেন , “শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবাধ-নির্বাচনবিহীন শাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।বাংলার মাটি প্রস্তুত—নতুন দিনরাত্রির, নতুন নেতৃত্বের, নতুন অভিযাত্রার। এবার আমাদের লড়াই—মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র বাঁচানো,বাংলাদেশকে তার সঠিক পথে ফিরিয়ে আনা। আসুন সকলে , হাত ধরাধরি করে শপথ নিই—এই পরিবর্তনের অভিযাত্রায় আমরাই হবো তারেক রহমানের শক্তি, তারেক রহমানের সাহস, তারেক রহমানের আগামী!”
তিনি উপস্থিত যুব দলের নেতাকর্মীদের প্রতি বিএনপির সিদ্ধান্তে আস্থা রেখে তাঁকে সমর্থন করায় ধন্যবাদ জানিয়ে বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে । তিনি আরও বলেন—
“ভেদাভেদ ভুলে, ব্যক্তিগত মতানৈক্য পেছনে ফেলে ধানের শীষ ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা ছাড়া সামনে এগোনোর কোনো বিকল্প নেই। আন্দোলন–সংগ্রামে কার কত অবদান—তা জনগণ জানে, ইতিহাসও স্মরণ রাখে। ব্যক্তিগত স্বার্থে দলের সিদ্ধান্ত অমান্য করা শুধু দলের সাথে বেঈমানী নয় , অনৈতিক ও নীতিহীনতার পরিচয় বহন করে । । “
উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আরফান আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান স্বাধীন , নড়াইল ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খান , গাজির ভিটা ইউনিয়ন যুব দলের সভাপতি জাহাংগীর হোসেন , বিলডোরা ইউনিয়ন যুব দলের সভাপতি সোহেল রানা , জুগলি ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ সভাপতি আলী হোসেন, আমতৈল ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ, সদর ইউনিয়ন যুব দলের সভাপতি নুরুল ইসলাম প্র্রমুখ বক্তব্য রাখেন । উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ , মিজানুর রহমান , শফিকুর রহমান , মোনায়েম হোসেন খান , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন , মনিরুজ্জামান স্বাধীন , সিদ্দিক হোসেন মোল্লা , শামসুল আলম শামস প্র্রমুখ উপস্থিত ছিলেন ।