স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত আলোচনা সভা শহরের চরপাড়া হোটেল লবঙ্গে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন।
আলোচনায় অংশ গ্রহণ করেন জিয়া পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান,বাকৃবির জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কদ্দুস, বাকৃবির ট্রেজারার অধ্যাপক ড.আবুল কালাম আজাদ, বাকৃবির জিয়া পরিষদ সদস্য ও জিয়া পরিষদ বাকৃবি শাখার সহ-সভাপতি বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড.হেলাল উদ্দিন। জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মোতালেব, সিবিএমসিবি এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আলম,জিয়া পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ মল্লিক।
জিয়া পরিষদ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জিয়া পরিষদ নেতা মাহফুজুল হক আপেল, সাবেক ব্যাংকার আব্দুল আওয়াল, ডাঃ আমিরুল ইসলাম, শিক্ষক পরিষদের নেতা আবুল কালাম আজাদ।