ধোবাউড়ায় বিজয় দিবসে  স্বাধীনতার বিরোধীদের কাছে স্বাধীনতা নিরাপদ নয় : এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়ায় বিজয় দিবসে স্বাধীনতার বিরোধীদের কাছে স্বাধীনতা নিরাপদ নয় : এমরান সালেহ প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা নিজেদের পরাজয় মেনে নিতে পারেনি। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় । স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের ঘোষক বীর উত্তম জিয়ার দল বিএনপি স্বাধীনতা রক্ষা ও লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষিত ও অংগীকারাবদ্ধ। “
তিনি বলেন “ তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতার লক্ষ্য অর্জনে করবো কাজ , গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ ।”

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে ধোবাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক শোভাযাত্রা শেষে ধোবাউড়া শহীদ স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত দুইটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৯টায় ধোবাউড়া বাজার থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে শোভাযাত্রায় বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমল্য অর্পনের মাধ্যমে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে । পর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা একাত্তরকে নয়—শুধুমাত্র চব্বিশকে নিজেদের কলিজার টুকরা মনে করে। তারা ছাব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায়। অথচ একাত্তরই আমাদের রাষ্ট্র সৃষ্টি করেছে।”
তিনি বলেন “ স্বাধীনতা বিরোধীদের মুখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা মানায় না ।”

এমরান সালেহ প্রিন্স বলেন, “আওয়ামী লীগ একাত্তরের চেতনা ধ্বংস করেছিল। চব্বিশের গণঅভ্যুত্থান সেই চেতনাকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দিয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “একাত্তরের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে একাত্তর ও চব্বিশকে  মুখোমুখি দাঁড় করাতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান—উভয়ই স্ব-মহিমায় মহিমান্বিত। এগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বিএনপি স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ও মুক্তিযোদ্ধাদের দল। এই দল কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেনি, বরং স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে আপসহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে।”

বক্তব্যের শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দেশবাসীকে বিএনপির পাশে থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপি একটি ইনক্লুসিভ, পজেটিভ ও বেটার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিজয় দিবসে শপথ হোক—আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।”

শোভাযাত্রা ও সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন , সুমন , হাবিবুর রহমান ,ওয়াহেদ তালুকদার ,সোলায়মান সরকার , আবদুল কুদ্দুস , হুমায়ূন কবীর , জাকিরুল ইসলাম টোটন , গাজিউর রহমান , মাহবুবউল আলম বাবুল ,আবদুল মোমেন শাহীন,শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *