জনগণের সাথে কোনোভাবেই নেতাগিরী, ক্ষমতার প্রদর্শন বা দম্ভ দেখানো চলবে না–প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিশেষভাবে জনগণের সাথে বিনয়ী আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সাথে কথা বলার সময় সর্বোচ্চ শালীনতা ও বিনয়ের পরিচয় দিতে হবে। কোনোভাবেই নেতাগিরী, ক্ষমতার প্রদর্শন বা দম্ভ দেখানো চলবে না। জনগণের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ধৈর্য ও সৌজন্যের সাথে তাদের প্রশ্ন ও সমস্যার জবাব দিতে হবে।
আজ সন্ধ্যায় কৈচাপুর ইউনিয়নের কইছাপুর উচ্চ বিদ্যালয়ে এবং রাতে ইমেক্স হোটেলে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠককালে প্রধান অতিথির বক্তৃকায় তিনি এসব কথা বলেন। তিনি উপস্থিত সকলকে ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর তারেক রহমান প্রত্যাবর্তন করছেন । তাঁর নিশ্চিত আগমনের বার্তায় প্রতিপক্ষের মাথা নস্ট হয়ে গেছে , তারা প্রলাপ বকতে শুরু করেছে । তিনি গতকাল জামায়াতে ইসলমীর আমীরের বক্তব্যের প্রেক্ষিতে বলেন , স্বাধীনতা বিরোধীরা নিজেরাই নিজেদের ভালো হয়ে যাবার সার্টিফিকেট দিচ্ছেন , কী কারণে তারা খারাপ হয়েছিলেন বা জনগণ কেনো তাঁদের খারাপ বলেন , তা কিন্তু পরিস্কার করে নাই । জনগণ তাদের ভালো বলছে না । তারা আসলেও ভালো হন নাই , তারা যদি ভালোই হতেন, তাহলে একাত্তরের কৃতকর্মের জন্য জনগনের কাছে ক্ষমা চাইতেন “

তিনি বলেন , এই নির্বাচন শুধু একটি দলীয় নির্বাচন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ব্যক্তিগত মতপার্থক্য ও বিভাজন ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সজাগ ও সক্রিয় থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে এবং জনে জনে ভোট প্রার্থনা করতে হবে। জনগণের কাছে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার জন্য আন্তরিক ও সংগঠিত প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। জনগণের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর সহ পৌর ও উপজেলা , ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *