ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের প্রত্যাশা ঢাকায় গণসংবর্ধনায় জনতার ঢল নামবে

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের প্রত্যাশা ঢাকায় গণসংবর্ধনায় জনতার ঢল নামবে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত সংবর্ধনা সফল করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৩ ডিসেম্বর ময়মনসিংহের উপজেলায় উপজেলায় স্বাগত মিছিল, ২৫ ডিসেম্বর স্বতঃস্ফুর্ত উপস্থিতির আহবান জানান।নেতৃবৃন্দের প্রত্যাশা ২৫ ডিসেম্বর জনতার ঢল নামবে।

আজ সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ সভায় ময়মনসিংহ বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২৩ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগের সকল উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘স্বাগত মিছিল’ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২৫ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত স্থানে ময়মনসিংহ বিভাগ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, মাহমুদুর রহমান রুবেল, ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকোনুজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ময়মনসিংহ বিভাগ তার অন্যতম কেন্দ্রবিন্দু হবে। ২৫ ডিসেম্বর ঢাকায় জনতার জোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *