বিএমটিভি েডেস্কঃ
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে নাশকতার মামলার আসামি এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সানকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্টপলিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।