১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

১৯ বছরেরও অধিক সময় পর বাবা সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের সামনে রাস্তায় বাস থেকে নেমে পায়ে হেঁটে সমাধিতে যান তিনি। এরপর কবর জিয়ারত করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।সর্বশেষ ২০০৬ সালে ১লা সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান।

বাবার সমাধিস্থলে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল সাড়ে চারটার পরপর তিনি সেখানে পৌঁছান। এ সময় তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। নেতারকর্মীদের বিশাল ঢলের মধ্যরাস্তার দু’পাশে নেতাকর্মীদের উচ্ছ্বাস, হাত নেড়ে অভিবাদন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রওনা দেয়ার পর রাস্তার দু’পাশে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। তাকে এক নজর দেখার জন্য সড়কে নেতাকর্মীরা ভিড় জমান। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে তাকে বহনকারী বাস ধীর গতিতে এগোচ্ছে। দিয়ে তাকে বহনকারী বাসটি সমাধির দিকে এগিয়ে যায়। এর আগে শুক্রবার বাদ জুমা ২ টা ৫৩ মিনিটে তিনি বাসা থেকে বের হন তারেক রহমান। উঠেন সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত সেই লাল সবুজ বাসে।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা ২ টা ৫৩ মিনিটে তিনি বাসা থেকে বের হন। উঠেন সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত সেই লাল সবুজ বাসে। এদিকে তারেক রহমানকে দেখতে আজ সকাল থেকেই বাসার সামনে জড়ো হন নেতা-কর্মীরা। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের পাশাপাশি পুলিশ, র‍্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন।

সরজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের প্রবেশ মুখে ও ভেতরে রয়েছে কয়েকস্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব, পুলিশ, বিজিবি। অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে সেখানে আসা দর্শনার্থীদের ওপরে রাখা হয়েছে বিশেষ নজরদারি।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সঙ্গে এসেছেন। এদিন রাজধানীর ৩০০ ফিটে বিপুলসংখ্যক নেতা-কর্মীর গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *