স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
শীতে কাবু গারো পাহাড়ের পাদদেশঘেঁষা উত্তরের জনপদ ময়মনসিংহ জেলা। শীতকালের মধ্যভাগে জেঁকে বসেছে তীব্র ও কনকনে ঠান্ডা হাওয়া। গত মঙ্গলবার রাত থেকে টানা তিন দিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন ও জনস্বাস্থ্যের ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।
গত ৩দিন ধরেজেলা জুড়ে সূর্যের দেখা মিলছে না । হিমেল হাওয়া, মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে পুরো জনপদ যেন স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় দূরের কোনো কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। রাত পেরিয়ে সকাল আসার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাক। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার শিশু, নারী ও বয়োবৃদ্ধসহ সব শ্রেণির মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কর্মজীবী শ্রমিকরা ঠান্ডার কারণে কাজে যেতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন।
শীতের তীব্রতায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।
আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় শীতার্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সতর্কতা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।