স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সদ্য পদত্যাগ করা বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনা পেয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। এমপি থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং উপজেলা ব্যাপী উন্নয়নের স্বাক্ষর রয়েছে।তিনি আরও বলেন, ‘আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম, আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাব বলে আমি বিশ্বাস করি। আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ব। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ঈশ্বরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি এই জোটে যোগদান করেছি এবং বাকি জীবন এই জোটের সঙ্গেই কাজ করতে চাই।’
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে, তাতে আমি বিশ্বাস করি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামী উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, ‘জোটগতভাবে আমরা জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনকে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছি। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিই।